
পবিত্র রমজান ইফতার ২০২৫
March 8, 2025মহান আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন – “যদি তোমরা প্রকাশ্যে দান কর তবে তাও উত্তম, আর যদি তোমরা তা গোপনে কর এবং তা অভাবগ্রস্তদেরকে দান কর, তবে তা তোমাদের জন্য আরো উত্তম, অধিকন্তু তিনি তোমাদের কিছু গুনাহ মোচন করে দেবেন, বস্তুতঃ যা কিছু তোমরা করছ, আল্লাহ তার খবর রাখেন।” [২:২৭১]

আল্লাহ আরও বলেন – “তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে?
বলো – তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত।” [২:২১৫]
আসসালামু আলাইকুম।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য “Shaheen 04 Reunited” ক্লাবের পক্ষ থেকে এই পবিত্র রমজান (হিজরি সাল- ১৪৪৬) মাসে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। একটা মানুষের সুন্দর জীবন গঠন করতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সুরক্ষা এবং মনোরম পরিবেশ নিশ্চিত করা অতীব জরুরী। আর এই ক্ষেত্রগুলোকে মাথায় রেখে “Shaheen 04 Reunited Ramadan-2025” ক্যাম্পেইন সাজানো হয়েছিল যা নিম্নে তুলে ধরা হল:
- গরীব, দুস্থ, অসহায়, ইয়াতিম মানুষদের মাঝে দুই দফায় মোট ২২০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। ফুড আইটেম: খিচুড়ি, মুরগী, হাফ ডিম, আলু, সালাদ, খেজুর, হাফ লিটার পানির বোতল।
- ঈদ উপলক্ষে মোট ৫টি গরীব পরিবারের জন্য বাজার করে দেওয়া হয়েছে। বাজার সামগ্রী: চাল, ডাল, তেল, লবণ, সেমাই, দুধের প্যাকেট, চিনি।
- রমজানে চাঁদপুরের একটি মসজিদে শেষ দশ দিন এবং শেরপুরে একটি মাদ্রাসায় শেষের তিন দিনের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
- ৮ জন গরীব শিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন কাপড় বিতরণ করা হয়েছে।
- সিরাজগঞ্জে এক দুস্থ পরিবারকে ঘর গঠনের জন্য কিছু অর্থ অনুদান করা হয়েছে।
- ঢাকায় নব্য ব্যবসা শুরু করা এক মুদি ব্যবসায়ী এবং কুমিল্লাতে একজনকে স্টেশনারী দোকানে ব্যবসায় সাহায্য করার উপলক্ষে কিছু অর্থ প্রদান করা হয়েছে।
- বরিশালের একটি মাদ্রাসায় ১০ কপি আল কুরআন প্রদান করা হয়েছে।
- মিরপুরে একজন পঙ্গু রোগীকে হুইল চেয়ার কিনবার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
- একজন বার্ন ইউনিট রোগীর চিকিৎসার জন্য “UHPD”, দুইজন থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য ‘Bangladesh Thalassemia Foundation’ এ কিছু আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
- প্রকৃতি এবং পরিবেশ উন্নয়নের জন্য As-Sunnah সংস্থার বৃক্ষ রোপন খাতে কিছু অর্থ প্রদান করা হয়েছে!
- দেশের উন্নয়ন এবং প্রতিরক্ষার উন্নয়নের জন্য ‘Chief Adviser Relief and Welfare Fund, BAF, BGB এবং Bangladesh Coastal Gaurd এর Welfare Fund এ কিছু অর্থ অনুদান করা হয়েছে।





এছাড়া জুলাই বিপ্লব আহত এবং নিহত পরিবারের জন্য “July Shaheed Memorial Fund’ এ কিছু অর্থ প্রদান করা হয়েছে।
এই ক্যাম্পেইনে সাহায্য প্রদানকারী এবং অংশগ্রহণকারী সকল ক্লাব মেম্বার এবং শুভানুধ্যায়ীদের আমাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া আমাদের এই ক্লাব কিছুই নয়।
“Shaheen 04 Reunited” এর মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো বিশালাকারে নানাবিধ সামাজিক কর্মকান্ডে শরিক হবো এটাই আমাদের লক্ষ্য। কারণ দিনশেষে আমরা আমাদের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ। আমাদের বন্ধু আর শুভাকাঙ্ক্ষীরা এই ক্লাবের সাথে ভালবাসায় সম্পৃক্ত হবেন এই প্রত্যাশা আমাদের সবার।
মহান আল্লাহতালা কুরআনে বলেন – ‘উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কী হতে পারে।’ [৫৫:৬০]
আল্লাহ আরও বলেন – দান হচ্ছে আত্ম-শুদ্ধির সর্ব উত্তম পন্থা। [৯২:১৮] আল্লাহ আমাদের উত্তম কাজের বিনিময়ে উত্তম প্রতিদান দান করুক এবং আত্ম-শুদ্ধির ন্যায়ে জান্নাত প্রদান করুন।
“The Almighty Allah says in the Holy Qur’an: “If you give charity publicly, it is good, but if you give it secretly and help those in need, it is better for you. Moreover, He will forgive some of your sins, and indeed, Allah is fully aware of what you do.” [2:271]
Allah also says: “They ask you what they should spend. Say, ‘Whatever you spend should be for parents, relatives, orphans, the needy, and travelers. And whatever good you do, indeed Allah is All-Aware of it.'” [2:215]
Assalamu Alaikum,
In order to earn Allah’s satisfaction, the “Shaheen 04 Reunited” club took some initiatives during this blessed month of Ramadan (Hijri year 1446). It is essential to ensure food, clothing, shelter, healthcare, education, security, and a pleasant environment to build a good life for a person. Keeping these areas in mind, the “Shaheen 04 Reunited Ramadan-2025” campaign was organized, as outlined below:
- Distribution of Iftar Packs: Two rounds of Iftar packs were distributed among poor, distressed, helpless, and orphaned people, totaling 220 packs.
Food items included: Khichuri, chicken, half-boiled eggs, potatoes, salad, dates, and half-liter water bottles. - Eid Assistance for Poor Families: For Eid, shopping was provided to 5 poor families.
Items purchased: Rice, lentils, oil, salt, vermicelli, milk packets, and sugar. - Iftar Arrangements: Iftar was arranged for the last ten days at a mosque in Chandpur and for the last three days at a madrassa in Sherpur.
- Distribution of Eid Clothes: New clothes were distributed to 8 poor children for Eid.
- Support for Housing: A donation was made to a poor family in Sirajganj for building a house.
- Business Support: Financial aid was given to a newly started grocery business in Dhaka and to a stationery shop in Comilla to support their business ventures.
- Providing Qur’ans: 10 copies of the Holy Qur’an were provided to a madrassa in Barishal.
- Financial Aid for Disabled Patient: A financial donation was provided to a disabled patient in Mirpur for purchasing a wheelchair.
- Medical Support: Financial aid was given to the “UHPD” for a burn unit patient and to the ‘Bangladesh Thalassemia Foundation’ for two thalassemia patients.
- Environmental Support: Financial aid was given to the As-Sunnah Organization for tree plantation efforts aimed at environmental improvement.
- Contributions to National Defense: Financial donations were made to the ‘Chief Adviser Relief and Welfare Fund, BAF, BGB, and Bangladesh Coastal Guard Welfare Fund’ for the development and defense of the country.




Additionally, a donation was made to the “July Shaheed Memorial Fund” for the families of those injured or killed in the July Revolution.
We sincerely thank all club members and well-wishers who contributed to and participated in this campaign. Without your participation and support, our club would be nothing. Through “Shaheen 04 Reunited,” we aim to take part in even larger social activities in the future. Because, at the end of the day, we are accountable to our country and society. We hope that our friends and supporters will continue to stay involved with the club through love and dedication.
The Almighty Allah says in the Qur’an, “What reward can there be for good deeds other than good?” [55:60]
Allah also says, “Charity is the best way to purify the soul.” [92:18]
May Allah grant us the best rewards for our good deeds and bless us with Paradise in return for our self-purification.